সাদিয়াত হোসেন:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নে ঐতিহ্যবাহী সিদ্দিকী পরিবারের সন্তান মুরাদ সিদ্দিকীর জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৫ সেপ্টেম্বর) বিকালে ধানগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোঃ রফিকুল ইসলাম শাজাহানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মুরাদ সিদ্দিকী বলেন আমি নীতি ত্যাগ করি নাই ঘোষণা করেছি দল করলে আওয়ামী লীগ করবে নেত্রী যদি আওয়ামী লীগে নেয় দল করবো কিন্তু আওয়ামী লীগ ছাড়া অন্য দল করবো না। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের অস্তিত্ব নেই।
তিনি আরো বলেন ২৫ -৩০ বছর ধরে টাঙ্গাইলের মাটিতে ধৈর্য ধরে বসে আছি বলে এখনো মাটিতে টিকে থাকতে পারি। চারদিকে হায়নারা ষড়যন্ত্রকারীরা বসে আছে যেকোন সময় ছোবল মারতে পারে। আমি সত্য কথা বলে যাবো পরিবারের বড়দের যদি ভুল হয় ছোটদের সে ভুলের মাশুল দিতে হয়। যারা নিজেদের ভুল বুঝতে পারেনা তারা কোনদিন এগিয়ে যেতে পারেনা। আগে নিজেদের ভুল সংশোধন করেন তারপর কথা বলেন।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমদ,সাবেক ছাত্রনেতা ও টাঙ্গাইল ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনি আরজু,যুবনেতা জাহাঙ্গীর আলম
বিশিষ্ট ব্যবসায়ী আকবর আলী তালুকদার, বাংড়া ইউনিয়নের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দারোগা আলী, সুমন আহমেদ(শুভ) ও মীর মেহেদী হোসেন সহ প্রমুখ।
জনসভা সঞ্চালনা করেন মোঃ মোস্তফা কামাল।