1. clients@www.dainikbangladesh71sangbad.com : DainikBangladesh71Sangbad :
  2. frilixgroup@gmail.com : Frilix Group : Frilix Group
  3. kaziaslam1990@gmail.com : Kazi Aslam : Kazi Aslam
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জরুরী নিয়োগ চলছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে। সাংবাদিকতা সবার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেখিয়ে দিন সাহসীকতার পরিচয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাংবাদিকতার বিকল্প নেই। আপনার আশপাশের ঘটনা তুলে দরুন সবার সামনে।হয়ে উঠুন আপনিও সৎ, সাহসী সাংবাদিক। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ পোর্টাল নিয়োগ এর নিদের্শনাবলী: ১/জীবন বৃত্তান্ত ( cv) ২/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৩/সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ১কপি। ৪/সর্বনিম্ন এইচএসসি পাস/সমমান পাস হতে হবে। ৫/বিভিন্ন নেশা মুক্ত হতে হবে। ৬/নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে। ৭/স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ৮/স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হতে হবে। ৯/দ্রুত মোবাইলে টাইপ করার দক্ষতা থাকতে হবে। ১০/বিভিন্ন স্থানে ভ্রমন এর মানসিকতা থাকতে হবে। ১১/সৎ ও পরিশ্রমী হতে হবে। ১২/অভিজ্ঞতার প্রয়োজন নেই। ১৩/নারী-পুরুষ আবেদন করতে পারবেন। ১৪/রক্তের গ্রুপ যুক্ত করবেন। ১৫/স্থানীয় দের সাথে পরিচয় লাভ করতে হবে। ১৬/উপস্থিত বুদ্ধি, সঠিক বাংলা বানান, ও শুদ্ধ বাংলায় পারদর্শী হতে হবে। ১৭/ পরিশ্রমী হতে হবে যোগাযোগের জন্য ইনবক্সে মেসেজ করুন cv abuyousufm52@gmail.com দৈনিক বাংলাদেশ ৭১সংবাদ মোবাইল নং(01715038718)

ফরিদপুরে খাদ্য কর্মকর্তা গ্রেফতার। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৪৯ বার পড়া হয়েছে

মোঃসাদ্দাম হোসাইন সোহান।
বিশেষ প্রতিনিধিঃ-

এজাহারভুক্ত আসামী মো: ছানোয়ার হোসেন, (৪১) উপ-খাদ্য পরিদর্শক (সাময়িক বরখান্ত), উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, বোয়ালমারী, ফরিদপুর, স্থায়ী ঠিকানা-পিতা-মো: আব্দুল কুদ্দুস, গ্রাম-নওগাঁও, ডাকঘর-নওগাঁও বাজার, উপজেলা-ধামরাই, জেলা-ঢাকা: বর্তমান ঠিকানা-ব্যাংক প্যারাডাইস (ভবনের নাম), ৩য় তলা (পূর্ব-দক্ষিন কোনে), সাভার মডেল কলেজ রোড, ডগর মোড়া, সাভার, ঢাকা সরকারি কর্মচারী হয়ে পরস্পর যোগসাজসে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে চরভদ্রাসন থানাধীন বিএসডাঙ্গী সাকিনস্থ চরভদ্রাসন খাদ্য গুদাম থেকে ১২৮৯ বস্তায় ৭৩.৭৬৩ মে.টন চাল, ৬৭ বস্তায় ৩.৩৭৪ মে.টন গম, ৪০০ বস্তায় ১৯,৯৫০ মে.টন ধান সম্বলিত খাদ্যশস্য এবং ৮৮৪১ টি খালি বস্তা (৫০ কেজির ৫০০০টি ও ৩০ কেজির ৩৮৪১টি) গত ১৫/১০/২০২২ খ্রি: তারিখ থেকে ১৫/১১/২০২২ খ্রি: তারিখ আনুমানিক সকাল ০৯.৩০ ঘটিকায় মধ্যে (যেকোন সময়) আত্মসাৎ করে দুর্নীতি দমন কমিশন বিধিমালা (সংশোধিত), ২০১৯ এর বিধি ১০ (চ) মোতাবেক দন্ডবিধির ৪০৯/ ৪২০ / ৪৬৭/ ৪৬৮/৪৭১ তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় জনাব সরদার আবুল বাসার, সহকারী পরিচালক, দুদক, সজেকা, ফরিদপুর কর্তৃক বাদী হয়ে এজাহারভুক্ত বর্ণিত আসামীর বিরুদ্ধে দুদক, সজেকা, ফরিদপুরের মামলা নং-০৫, তাং-১১/০৪/২০২৩ খ্রিঃ, দুদক, জি আর নং-০৫/২০২৩ দায়ের করেন। অতঃপর জনাব মো: ইমরান আকন, উপসহকারী পরিচালক, দুদক, সজেকা, ফরিদপুরকে মামলাটির তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের বিষয়টি প্রক্রিয়াধীন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহার নামীয় উক্ত আসামী মোঃ ছানোয়ার হোসেনকে অদ্য ১১/০৫/২০২৩ খ্রি: তারিখ আনুমানিক ১৪.৩০ ঘটিকায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, ফরিদপুর অফিসের পার্শ্ব থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় নিম্নস্বাক্ষরকারী কর্তৃক সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2020 DainikBangladesh71Sangbad
Theme Designed BY Kh Raad ( Frilix Group )