1. clients@www.dainikbangladesh71sangbad.com : DainikBangladesh71Sangbad :
  2. frilixgroup@gmail.com : Frilix Group : Frilix Group
  3. kaziaslam1990@gmail.com : Kazi Aslam : Kazi Aslam
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জরুরী নিয়োগ চলছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে। সাংবাদিকতা সবার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেখিয়ে দিন সাহসীকতার পরিচয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাংবাদিকতার বিকল্প নেই। আপনার আশপাশের ঘটনা তুলে দরুন সবার সামনে।হয়ে উঠুন আপনিও সৎ, সাহসী সাংবাদিক। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ পোর্টাল নিয়োগ এর নিদের্শনাবলী: ১/জীবন বৃত্তান্ত ( cv) ২/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৩/সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ১কপি। ৪/সর্বনিম্ন এইচএসসি পাস/সমমান পাস হতে হবে। ৫/বিভিন্ন নেশা মুক্ত হতে হবে। ৬/নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে। ৭/স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ৮/স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হতে হবে। ৯/দ্রুত মোবাইলে টাইপ করার দক্ষতা থাকতে হবে। ১০/বিভিন্ন স্থানে ভ্রমন এর মানসিকতা থাকতে হবে। ১১/সৎ ও পরিশ্রমী হতে হবে। ১২/অভিজ্ঞতার প্রয়োজন নেই। ১৩/নারী-পুরুষ আবেদন করতে পারবেন। ১৪/রক্তের গ্রুপ যুক্ত করবেন। ১৫/স্থানীয় দের সাথে পরিচয় লাভ করতে হবে। ১৬/উপস্থিত বুদ্ধি, সঠিক বাংলা বানান, ও শুদ্ধ বাংলায় পারদর্শী হতে হবে। ১৭/ পরিশ্রমী হতে হবে যোগাযোগের জন্য ইনবক্সে মেসেজ করুন cv abuyousufm52@gmail.com দৈনিক বাংলাদেশ ৭১সংবাদ মোবাইল নং(01715038718)

বানারিপাডা পৌর নির্বাচনে বি এম পির প্রার্থি ঘোসোনা।

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৫ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

এখনও দিনক্ষণ চুড়ান্ত না হলেও পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির বরিশালের বানারীপাড়া পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুস ছালাম নিজেকে মেয়র প্রার্থী ঘোষণা দিয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টায় বানারীপাড়া প্রেসক্লাব কার্যালয়ে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এ প্রার্থীতা ঘোষণা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর আহসান কবির নান্না হাওলাদার,সহ-সভাপতি আ.জব্বার সরদার,সহ-সভাপতি ও পৌর শ্রমিকদলের সভাপতি ব্যবসায়ী নেতা ইদ্রিস মল্লিক, পৌর বিএনপির কোষাধ্যক্ষ সেলিম মিয়া,

উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুল ইসলাম,উপজেলা শ্রমিকদলের সভাপতি ফকরুল সিদ্দিকী সম্রারাট তালুকদার,সাধারণ সম্পাদক মাসুম সরদার,উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক লিটন মৃধা,পৌর যুবদলের আহবায়ক মিজান ফকির,

যুবদল নেতা মনিরুজ্জামান লালসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আব্দুস ছালাম বলেন ১৯৮২ সালে স্কুল জীবনে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনীতিতে হাতে খড়ি।

কিশোর মনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্থান দেওয়ার পর থেকে আজও তিনি ও তার আদর্শ হৃদয়ে জ্বল জ্বল করে দেদীপ্যমান হয়ে আছে। মহান নেতার সেই আদর্শকে হৃদয়ে ধারণ ও লালন করে সুখী সমৃদ্ধশালী স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তৃনমূলে কাজ করে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন বিএনপির কেন্দ্রীয় নেতা দানবীরখ্যাত এস. সরফুদ্দিন আহমেদ সান্টু ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে তাদের নির্দেশনায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে তার এ প্রার্থীতা ঘোষণা।

১৯৮৭ সালে বানারীপাড়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আব্দুস সালামের সক্রিয় রাজনীতিতে অভিষেক ঘটে।

এরপর ১৯৮৭-১৯৯১ মেয়াদে উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালণ করেন তিনি। ১৯৯৮-২০০৮ মেয়াদে পৌর যুবদলের সভাপতি ও আহবায়কের দায়িত্ব পালণ করার পাশাপাশি তিনি পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পরে তিনি ২০১৭ সালে সম্মেলনের মাধ্যমে পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ অলঙ্করণ করেন। সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে সন্মূখভাগের এ নেতা ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে ভূমিকা রাখতে গিয়ে দু’বার গ্রেফতার হয়ে কারাবাস করেন।

নির্বাচনী মামলায় ২০১৯ সালে তিনি তৃতীয় বারের মতো দীর্ঘদিন কারাবাস করেন। ২০০৬-২০০৮ সালে জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, ২০০৮-১১ ও ২০১৪-১৬ সালে ঐতিহ্যবাহী বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের (পাইলট) পরিচালনা পর্ষদ এবং ২০১১-১৪ ও ২০১৭-২০২০ সালে বানারীপাড়া ডিগ্রী কলেজের গভর্নিং বডির নির্বাচিত অভিভাবক সদস্য হিসেবে তিনি শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন।

এছাড়া বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে তিনি ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থ সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে তিনি এক সময় সমৃদ্ধ করে ব্যাপক পরিচিতি অর্জন করেন।

দুঃসমেয়র ত্যাগী,পরীক্ষিত ও জিয়া অন্তপ্রাণ এ নেতাকে পৌর নির্বাচনে মেয়র পদে তার রাজনৈতিক অভিভাবক কেন্দ্রীয় বিএনপি নেতা এস.সরফুদ্দিন আহমেদ সান্টু ও দল মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনে ধানের শীষের টিকিট পেয়ে নির্বাচিত হতে পারলে তিনি বানারীপাড়া পৌরসভাকে সন্ত্রাস-দুর্নীতি,মাদক ও বাল্য বিয়েমুক্ত উন্নত-সমৃদ্ধ এক আলোকিত পৌরসভায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হাতে হাত রেখে মেয়র পদে আব্দুস সালামকে পূর্ণ সমর্থণ দিয়ে তাকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারে একত্রে কাজ করার অঙ্গীকার করেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2020 DainikBangladesh71Sangbad
Theme Designed BY Kh Raad ( Frilix Group )