প্রিন্ট এর তারিখঃ মার্চ ২১, ২০২৩, ২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২২, ৮:২৬ এ.এম
মদনে পানিতে স্ট্রোক করে যুবকের মৃত্যু। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
নেত্রকোনা প্রতিনিধি তানভীর হোসেন
নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নে পদমশ্রী নদীতে মাছ ধরতে গিয়ে নদীর পানিতে স্ট্রোক করে, কাজল মিয়া (৩৫) নামের এক যুবক। পরবর্তীতে স্বজনেরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনাটি ঘটেছে ৮ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার জঙ্গল ডেমারগাতী গ্রামে আনুমানিক সকাল ৮ টার দিকে।
মৃত যুবক কাজল মিয়া ডেমার গাতী গ্রামের রবি মিয়ার ছেলে।
মৃতের ভাতিজা শাফায়াত (২৫) জানায়, চাচা কাজল মিয়া পদমশ্রী নদীতে সকালে মাছ ধরতে গিয়েছিল, হঠাৎ লোকজনের ডাক চিৎকার শুনে গিয়ে দেখি চাচা পানিতে স্ট্রোক করেছে। তাড়াতাড়ি করে,হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার চাচাকে মৃত ঘোষণা করেছে।
এ বিষয়ে মাঘান ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম ( মাসুদ) জানান,
কাজলের মৃত্যুর বিষয়টা খুবই দুঃখজনক, পানিতে স্ট্রোক করে মৃত্যু হয়েছে কাজলের।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তৌহীদুর রহমান বলেন, লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে ও থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
উপদেষ্টা আওরঙ্গজেব কামাল ঢাকা প্রেসক্লাবের সভাপতি।
2022