ওসমান গনি
স্টাফ রিপোর্টার
আজ ১৫ আগস্ট,জাতীয় শোক দিবস।১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঘাতকদের নির্মম বুলেটে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে শহীদ হন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।সেই রাতে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন্নেছা মুজিব,ছেলে শেখ কামাল,শেখ জামাল ও শেখ রাসেল,পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল,ভাই শেখ নাসের ও কর্নেল জামিল।ঘাতকদের বুলেটে আরও প্রাণ হারান বঙ্গবন্ধুর ভাগনে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি,তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি,ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত,শিশু বাবু, আরিফ খান রিন্টুসহ আরও অনেকে।দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা।তারই ধারাবাহিকতায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের কৃষি ব্যাংক ভবন প্রাঙ্গণে বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের সুযোগ্য মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম আকন্দ
মহোদয়ের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া অনুষ্ঠিত হয় এবং সকাল সারে নয়টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে বিনস্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ শাখার ব্যবস্থাপক(সহকারী মহাব্যবস্থাপক)মোঃজিয়া হায়দার খান।
উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের অফিসার্স ঐক্য পরিষদ এর সভাপতি মোঃ আবুল হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের অফিসার্স ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ শাখার কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন,বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ শাখার কর্মকর্তা মোঃওহাব আলী,বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য আঞ্চলিক কার্যালয় এর কর্মকর্তা মোঃ বায়েজিদ ইসতিয়াক,
বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ শাখার কর্মকর্তা জাহিদুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক,চরকেওয়ার শাখার উর্ধ্বতন কর্মকর্তা মোঃরেদোয়ানুল ইসলাম,বাংলাদেশ কৃষি ব্যাংক,চরকেওয়ার শাখার কর্মকর্তা বিপুল বাসব,বাংলাদেশ কৃষি ব্যাংক,চরকেওয়ার শাখার কর্মকর্তা খোকন পোদ্দার,বাংলাদেশ কৃষি ব্যাংক,টংঙ্গীবাড়ী শাখার কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের অবসরপ্রাপ্ত উর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,অবসরপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহমেদ মিজি,মোঃ আমিনুল ইসলাম,মোঃরফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।