1. clients@www.dainikbangladesh71sangbad.com : DainikBangladesh71Sangbad :
  2. frilixgroup@gmail.com : Frilix Group : Frilix Group
  3. kaziaslam1990@gmail.com : Kazi Aslam : Kazi Aslam
মুন্সীগঞ্জ বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত। - dainikbangladesh71sangbad
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জরুরী নিয়োগ চলছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে। সাংবাদিকতা সবার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেখিয়ে দিন সাহসীকতার পরিচয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাংবাদিকতার বিকল্প নেই। আপনার আশপাশের ঘটনা তুলে দরুন সবার সামনে।হয়ে উঠুন আপনিও সৎ, সাহসী সাংবাদিক। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ পোর্টাল নিয়োগ এর নিদের্শনাবলী: ১/জীবন বৃত্তান্ত ( cv) ২/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৩/সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ১কপি। ৪/সর্বনিম্ন এইচএসসি পাস/সমমান পাস হতে হবে। ৫/বিভিন্ন নেশা মুক্ত হতে হবে। ৬/নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে। ৭/স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ৮/স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হতে হবে। ৯/দ্রুত মোবাইলে টাইপ করার দক্ষতা থাকতে হবে। ১০/বিভিন্ন স্থানে ভ্রমন এর মানসিকতা থাকতে হবে। ১১/সৎ ও পরিশ্রমী হতে হবে। ১২/অভিজ্ঞতার প্রয়োজন নেই। ১৩/নারী-পুরুষ আবেদন করতে পারবেন। ১৪/রক্তের গ্রুপ যুক্ত করবেন। ১৫/স্থানীয় দের সাথে পরিচয় লাভ করতে হবে। ১৬/উপস্থিত বুদ্ধি, সঠিক বাংলা বানান, ও শুদ্ধ বাংলায় পারদর্শী হতে হবে। ১৭/ পরিশ্রমী হতে হবে যোগাযোগের জন্য ইনবক্সে মেসেজ করুন cv abuyousufm52@gmail.com দৈনিক বাংলাদেশ ৭১সংবাদ মোবাইল নং(01715038718)

মুন্সীগঞ্জ বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত।

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৬ বার পড়া হয়েছে

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
আজ ১৫ আগস্ট,জাতীয় শোক দিবস।১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঘাতকদের নির্মম বুলেটে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে শহীদ হন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।সেই রাতে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন্নেছা মুজিব,ছেলে শেখ কামাল,শেখ জামাল ও শেখ রাসেল,পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল,ভাই শেখ নাসের ও কর্নেল জামিল।ঘাতকদের বুলেটে আরও প্রাণ হারান বঙ্গবন্ধুর ভাগনে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি,তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি,ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত,শিশু বাবু, আরিফ খান রিন্টুসহ আরও অনেকে।দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা।তারই ধারাবাহিকতায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের কৃষি ব‍্যাংক ভবন প্রাঙ্গণে বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের সুযোগ‍্য মুখ‍্য আঞ্চলিক ব‍্যবস্থাপক মোঃ রেজাউল করিম আকন্দ
মহোদয়ের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া অনুষ্ঠিত হয় এবং সকাল সারে নয়টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে বিনস্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুন্সীগঞ্জ শাখার ব‍্যবস্থাপক(সহকারী মহাব্যবস্থাপক)মোঃজিয়া হায়দার খান।
উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের অফিসার্স ঐক্য পরিষদ এর সভাপতি মোঃ আবুল হোসেন, বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের অফিসার্স ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুন্সীগঞ্জ শাখার কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন,বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের স্বাধীনতা ব‍্যাংকার্স পরিষদের সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ শাখার কর্মকর্তা মোঃওহাব আলী,বাংলাদেশ কৃষি ব‍্যাংক, মুখ‍্য আঞ্চলিক কার্যালয় এর কর্মকর্তা মোঃ বায়েজিদ ইসতিয়াক,
বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুন্সীগঞ্জ শাখার কর্মকর্তা জাহিদুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব‍্যাংক,চরকেওয়ার শাখার উর্ধ্বতন কর্মকর্তা মোঃরেদোয়ানুল ইসলাম,বাংলাদেশ কৃষি ব‍্যাংক,চরকেওয়ার শাখার কর্মকর্তা বিপুল বাসব,বাংলাদেশ কৃষি ব‍্যাংক,চরকেওয়ার শাখার কর্মকর্তা খোকন পোদ্দার,বাংলাদেশ কৃষি ব‍্যাংক,টংঙ্গীবাড়ী শাখার কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের অবসরপ্রাপ্ত উর্ধ্বতন মুখ‍্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,অবসরপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহমেদ মিজি,মোঃ আমিনুল ইসলাম,মোঃরফিকুল ইসলামসহ অন‍্যান‍্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2020 DainikBangladesh71Sangbad
Theme Designed BY Kh Raad ( Frilix Group )
%d bloggers like this: