1. clients@www.dainikbangladesh71sangbad.com : DainikBangladesh71Sangbad :
  2. frilixgroup@gmail.com : Frilix Group : Frilix Group
  3. kaziaslam1990@gmail.com : Kazi Aslam : Kazi Aslam
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জরুরী নিয়োগ চলছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে। সাংবাদিকতা সবার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেখিয়ে দিন সাহসীকতার পরিচয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাংবাদিকতার বিকল্প নেই। আপনার আশপাশের ঘটনা তুলে দরুন সবার সামনে।হয়ে উঠুন আপনিও সৎ, সাহসী সাংবাদিক। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ পোর্টাল নিয়োগ এর নিদের্শনাবলী: ১/জীবন বৃত্তান্ত ( cv) ২/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৩/সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ১কপি। ৪/সর্বনিম্ন এইচএসসি পাস/সমমান পাস হতে হবে। ৫/বিভিন্ন নেশা মুক্ত হতে হবে। ৬/নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে। ৭/স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ৮/স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হতে হবে। ৯/দ্রুত মোবাইলে টাইপ করার দক্ষতা থাকতে হবে। ১০/বিভিন্ন স্থানে ভ্রমন এর মানসিকতা থাকতে হবে। ১১/সৎ ও পরিশ্রমী হতে হবে। ১২/অভিজ্ঞতার প্রয়োজন নেই। ১৩/নারী-পুরুষ আবেদন করতে পারবেন। ১৪/রক্তের গ্রুপ যুক্ত করবেন। ১৫/স্থানীয় দের সাথে পরিচয় লাভ করতে হবে। ১৬/উপস্থিত বুদ্ধি, সঠিক বাংলা বানান, ও শুদ্ধ বাংলায় পারদর্শী হতে হবে। ১৭/ পরিশ্রমী হতে হবে যোগাযোগের জন্য ইনবক্সে মেসেজ করুন cv abuyousufm52@gmail.com দৈনিক বাংলাদেশ ৭১সংবাদ মোবাইল নং(01715038718)

নোয়াখালী জেলায় নতুন করে করোনায় অাক্রান্ত ১১জন চোখ রাখুন দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদে।

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ১৪১১ বার পড়া হয়েছে

___________________________
মাঈনউদ্দীন মিন্টু নোয়াখালী জেলা প্রতিনিধিঃ-

২৩/১১/২০২০খ্রি.
আজ নোয়াখালী জেলায় নতুন করে ১১জন করোনা রোগী সনাক্ত। (আজকের আক্রান্তের হার ৭.৯৭%)
(নোয়াখালী সদর-০৬জন, সূবর্ণচর-০০জন, হাতিয়া-০০জন, বেগমগঞ্জ-০১জন, সোনাইমুড়ি-০০জন, চাটখিল-০১জন, সেনবাগ-০১জন, কোম্পানীগঞ্জ-০০জন, কবিরহাট-০২জন)

জেলায় মোট আক্রান্ত- ৫২৫৪জন।
(আক্রান্তের হার ১৬.৯৩%)

২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ০০জন
মোট সুস্থ রোগীর সংখ্যা- ৪৮৪৯জন
(সনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২.২৯%)
(নোয়াখালী সদর-১৫২৯, সূবর্ণচর-২৯৩, হাতিয়া-১২২, বেগমগঞ্জ-৯৪১, সোনাইমুড়ি-২৫৫, চাটখিল-২১৬, সেনবাগ-২৯০, কোম্পানীগঞ্জ-৫৮৫, কবিরহাট-৬১৬)

২৪ ঘন্টায় করোনায় কোন মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ৮৮জন।
(মৃত্যুর হার ১.৬৭%)
(বেগমগঞ্জ-২৭জন, সোনাইমুড়ি-০৬জন, সেনবাগ-১৪জন, সূবর্ণচর-০২জন, নোয়াখালী সদর- ১৩জন, চাটখিল-০৯জন, কবিরহাট-১৪জন, কোম্পানীগঞ্জ-০৩জন)

২৪ ঘন্টায় স্যাম্পল প্রেরণ-১৩১জন।
আজকের প্রাপ্ত ফলাফল -১৩৮জন।
পজিটিভ -১১জন।
নেগেটিভ -১২৭জন।
এযাবৎ মোট স্যাম্পল প্রেরণ- ৩১১৯৩জন।
প্রাপ্ত ফলাফল – ৩১০৩৮জন।
পজিটিভ- ৫২৫৪জন, নেগেটিভ -২৫৭৮৪জন।
আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা : ৩১৭জন।
কোভিড হাসপাতালে (শহীদ ভুলু ষ্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা : ০২জন।

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা :
(উপজেলা ভিত্তিক তথ্য) :
নোয়াখালী সদর-১৬৭৯জন।
সুবর্ণচর ৩৩০জন।
হাতিয়া-১২৩জন।
বেগমগঞ্জ-১০৩৩জন।
সোনাইমুড়ী-২৭০জন।
চাটখিল-২২৪জন।
সেনবাগ-৩৩০জন।
কোম্পানীগঞ্জ -৬১২জন।
কবিরহাট ৬৫৩জন।

বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা (৫২৫৪-৪৯৩৭) =৩১৭জন।

সিভিল সার্জন, নোয়াখালী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2020 DainikBangladesh71Sangbad
Theme Designed BY Kh Raad ( Frilix Group )