1. clients@www.dainikbangladesh71sangbad.com : DainikBangladesh71Sangbad :
  2. frilixgroup@gmail.com : Frilix Group : Frilix Group
  3. kaziaslam1990@gmail.com : Kazi Aslam : Kazi Aslam
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জরুরী নিয়োগ চলছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে। সাংবাদিকতা সবার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেখিয়ে দিন সাহসীকতার পরিচয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাংবাদিকতার বিকল্প নেই। আপনার আশপাশের ঘটনা তুলে দরুন সবার সামনে।হয়ে উঠুন আপনিও সৎ, সাহসী সাংবাদিক। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ পোর্টাল নিয়োগ এর নিদের্শনাবলী: ১/জীবন বৃত্তান্ত ( cv) ২/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৩/সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ১কপি। ৪/সর্বনিম্ন এইচএসসি পাস/সমমান পাস হতে হবে। ৫/বিভিন্ন নেশা মুক্ত হতে হবে। ৬/নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে। ৭/স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ৮/স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হতে হবে। ৯/দ্রুত মোবাইলে টাইপ করার দক্ষতা থাকতে হবে। ১০/বিভিন্ন স্থানে ভ্রমন এর মানসিকতা থাকতে হবে। ১১/সৎ ও পরিশ্রমী হতে হবে। ১২/অভিজ্ঞতার প্রয়োজন নেই। ১৩/নারী-পুরুষ আবেদন করতে পারবেন। ১৪/রক্তের গ্রুপ যুক্ত করবেন। ১৫/স্থানীয় দের সাথে পরিচয় লাভ করতে হবে। ১৬/উপস্থিত বুদ্ধি, সঠিক বাংলা বানান, ও শুদ্ধ বাংলায় পারদর্শী হতে হবে। ১৭/ পরিশ্রমী হতে হবে যোগাযোগের জন্য ইনবক্সে মেসেজ করুন cv abuyousufm52@gmail.com দৈনিক বাংলাদেশ ৭১সংবাদ মোবাইল নং(01715038718)

প্রতারণা করাই যার একমাত্র কাজ। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

মোঃ সাদ্দাম হোসাইন সোহান।
বিশেষ প্রতিনিধিঃ-

ফরিদপুরের সৈকত রায় রাজু অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। প্রথমে ওই প্রতারক বিভিন্ন জনের কাছে নিজেকে পরিচয় দেন বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসার। এর পরে টার্গেট করে নিরীহ শিক্ষিত যুবকদের যাদের চাকরি দরকার।চাকরি দেবার কথা বলে হাতিয়ে নেন টাকা।এই প্রতারক সৈকত রায় রাজুর খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছে অনেকে পরিবার ।চাকরি না পেয়ে পাওনা টাকা চাইলে ভুক্তভোগীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন এবং বাসায় সন্ত্রাসী পাঠিয়ে হুমকি-ধামকি দেন।
ভুয়া অ্যাপোয়েন্টমেন্ট কার্ড দিয়ে এবং ভুয়া নিয়োগ পত্র দিয়ে সর্বস্বান্ত করেছেন অনেক নিরীহ চাকরি প্রার্থীর পরিবারকে।
এই প্রতারক নিজেকে বিভিন্ন জায়গায় পরিচয় দেন শিল্প মন্ত্রণালয়ের অডিট অফিসার, কখনো পরিচয় দেন জাতীয় রাজস্ব বোর্ড আইসিটি বিভাগ এর প্রশাসনিক কর্মকর্তা আবার কোথাও বলেন এজি অফিস এর অডিট অফিসার । বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কে নিজের আত্মীয় পরিচয় দিয়ে অনেককেই ভয়-ভীতি দেখান। অবৈধ টাকা দিয়েএই প্রতারক গড়ে তুলেছেন ফরিদপুরে আলিশান ডুপ্লেক্স বাড়ি,, ফরিদপুরে কিনেছেন কোটি টাকার জমি, ঢাকায় করেছেন একাধিক ফ্ল্যাট এবং চলাফেরা করেন সরকারি মন্ত্রণালয়ের লোগো লাগানো আলিশান গাড়িতে।

তিনি চাকরিপ্রার্থীদের কে বলেন তার বাসায় পরীক্ষার খাতা এনে পরীক্ষা দেয়াবেন,এমনকি অনেককেই তার বাসায় ভুয়া পরীক্ষার খাতা দিয়ে পরীক্ষা নিয়েছেন। ভুয়া খাতা এনে চাকরিপ্রার্থীদের কে তার বাসায় বসে পরীক্ষা দেয়ান যাতে করে তার উপর একটা বিশ্বাস জন্ম নেয়। এই প্রতারক এর সহযোগী হিসেবে কাজ করেন তার স্ত্রী প্রিয়াঙ্কা। এই প্রিয়াঙ্কা নিজেকে পরিচয় দেন একজন সিআইডি অফিসার এবং অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার এর মামাতো বোন। এই প্রতারক চক্রের সাথে জড়িত আছেন এই প্রতারক এর বাবা কবিরাজ সুকুমার রায়।গ্রামে এই সুকুমার নিজেকে ডাক্তার বলে পরিচয় দেন।

এই প্রতারক চক্রের খপ্পরে পরে চাকরি না পেয়ে অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে পথে বসেছেন।
এমনই একজন ভুক্তভোগী সুদেব সরকার।সুদেবের থেকে রাজস্ব বোর্ডে চাকরি দেবার কথা বলে হাতিয়ে নিয়েছে ২৪ লাখ ১৫ হাজার টাকা। এই পরিবারটি তাদের সোনা,গহনা, গরু, জমি বিক্রি করে তুলে দিয়েছেন এই টাকা।সর্বসান্ত হয়ে পড়েছে পরিবারটি। বিভিন্ন সময়ে ভুয়া অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিয়েছেন তাকে।
মোহাম্মদ জিন্না বলেন তাহার ভাতিজার চাকরি দেবার কথা বলে ৬ লক্ষ। এবং তার ভাগিনার সেলিমের থেকে চাকরি দেবার কথা বলে টাকা নিয়েছেন ৮ লক্ষ ।
ফরিদ শেখ এর কাছ থেকে নিয়েছেন ৫৫ হাজার টাকা। তাকে ভুয়া অ্যাপোয়েন্টমেন্ট কার্ডে পাঠিয়েছেন।

রাকিব নামে এক ভুক্তভোগীর কাছ থেকে নিয়েছেন ২ লক্ষ টাকা।
নাঈম নামে এক ভুক্তভোগীর কাছ থেকে নিয়েছে ৮ লক্ষ টাকা। নাইম সাংবাদিকদের বলেন তাকে মাগুরা পোস্টিং দেবেন।

সাতক্ষীরার বাবুলাল বিশ্বাসের কাছ থেকে শিল্প মন্ত্রণালয়ের অডিট অফিসার পদে চাকরির কথা বলে নিয়েছেন ১০ লক্ষ টাকা।ভুয়া নিয়োগ পত্র পাঠিয়েছেন এ বাবুলাল বিশ্বাসকে। এই বাবুলাল কে পরিচয় দিয়েছেন শিল্প তিনি মন্ত্রণালয়ের অডিট অফিসার।
এভাবেই প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন চাকরি প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা।

ফরিদপুরের ভুক্তভোগী পরিবারের সদস্য মিঠুন সরকার ভায়ের চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে তাকে ফরিদপুর পুলিশকে দিয়ে মাদকদ্রব্য দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দেন এবং তাকে বলেন ফরিদপুর পুলিশ এর পিছনে ১০ হাজার টাকা ভাঙলে অনেকেরই অস্তিত্ব থাকবে না বিষয়টা মাথায় রাখবেন।

সাংবাদিকরা ছদ্মবেশে চাকরিপ্রার্থী সেজে এই প্রতারক এর সাথে কথা বলতে গেলে তিনি বলেন পদ্মা সেতু চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হবে। এছাড়া চাকুরি দেওয়ার বিষয়ে বলেন ২৬ লক্ষ টাকা লাগবে।যদি রিটার্ন পরীক্ষায় নিজে টিকতে পারেন তাহলে দুই লাখ টাকা কম লাগবে। রাজস্ব বোর্ডের পরীক্ষার খাতা তার বাসায় এনে পরীক্ষা দেওয়াবেন বলেও জানান।পোস্টিং দিবেন মংলায়।
এই প্রতারক নিজেকে পরিচয় দেন ৪০ তম বিসিএস ক্যাডার।
এভাবেই নিরীহ মানুষের সাথে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। গড়েছেন সম্পদের পাহাড়। ভুক্তভোগীদের দাবি এই প্রতারক চক্রকে আইনের আওতায় এনে ভুক্তভোগীদের টাকাটা ফিরিয়ে দেবার।
সাংবাদিকরা তার বক্তব্য চাইলে শতকোটি টাকার মানহানি মামলার হুমকি দেন, এবং সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন এই প্রতারক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2020 DainikBangladesh71Sangbad
Theme Designed BY Kh Raad ( Frilix Group )