রিপোর্ট মনোয়ার ইমামঃ আজ ভারতের লোকসভায় বসেছে তার মধ্যে কৃষক শ্রমিক বিরোধী বিল প্রত্যাহার দাবিতে সংসদ এর উভয় কক্ষেই তুমুল হৈইচৈই বাঁধিয়ে দিয়ে কৃষক শ্রমিক বিরোধী বিল প্রত্যাহার দাবিতে সবর হয়েছে ভারতের জাতীয় কংগ্রেস। এই দাবিতে সংসদ এর উভয় কক্ষের সভা থেকে বয়কট করে ভারতের জাতীয় কংগ্রেস সংসদ সদস্যরা। এবং তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস সহ সব বিরোধী দলের সংসদ সবর হোন কৃষক শ্রমিক বিরোধী বিল প্রত্যাহার দাবিতে। কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের কথা না শুনে সভা চালিয়ে যেতে থাকে। তখন ভারতের জাতীয় সংসদ এর লোকসভা র বিরোধী দলের নেতা অধীর চৌধুরীর ও শ্রী রাহুল গান্ধীর নেতৃত্বে সব সংসদ সদস্য লোকসভা র ওয়ালে নেমে প্রতিবাদ জানাতে থাকেন। এবং তুমুল হৈইচৈই বাঁধিয়ে তারা সভা বয়কট করে সংসদ এর বাইরে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের সঙ্গে সামিল হয় বি জে পি বিরোধী দলের সংসদ সদস্যরা।এর মধ্যে ভারতের কৃষক শ্রমিক বিরোধী বিল প্রত্যাহার দাবিতে হরিয়ানা রাজ্যের বিভিন্ন যায়গায় থেকে প্রায় হাজার হাজার কৃষক ট্রাক্টর নিয়ে দিল্লির রাজপথে আসতে শুরু করেছে। তাদের গতিরোধ করার জন্য পুলিশ বিভিন্ন যায়গায় ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। কিন্তু নাছোড় কৃষক রা তাদের দাবি না মানা পর্যন্ত এই ধর্না প্রত্যাহার করবে না। অন্যদিকে উওরপ্রদেশ এর গাজিপুর থেকে আসা কিছু কৃষক শ্রমিক বাড়িতে চলে এসেছে।ফের তাঁরা দিল্লীতে আসবে বলে জানিয়েছেন। অন্যদিকে ভারত এর জাতীয় কৃষক শ্রমিক পরিষদের নেতা শ্রী রাকেশ টিকাইত প্রেস ব্রিফিং করে জানিয়েছেন যদি কৃষক শ্রমিক বিরোধী বিল প্রত্যাহার না করলে আগামী দিনে দিল্লির সংসদ ভবন এর সামনে আত্মহত্যা করবেন। তবে দিল্লির পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
উপদেষ্টা আওরঙ্গজেব কামাল ঢাকা প্রেসক্লাবের সভাপতি।
2022