বন্দর থানা প্রতিনিধিঃ ইমরান হাসান শোভন।
১৩ জুন সোমবার সকাল ১১ নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর'র ভারপ্রাপ্ত জেলা প্রশিক্ষণ কর্মকর্তা লিটন দেবনাথ'র সভাপতিত্বে ও বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. রুপালী খাতুন'র সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জ'র ড. মো. আব্দুল মাজেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এখন আমাদের সবার কাছে এন্ড্রয়েড মোবাইল আছে। এ মোবাইলে আবহাওয়ার একটি অ্যাপ্স আছে, আপনারা যাহারা চাষাবাদ করেন কৃষি কাজে জরিত তারা সবাই এ অ্যাপ্সটি নামিয়ে নিলে আপনাদের কৃষি কাজ খুব সহজ হবে, আবহাওয়ার সব খবরাখবর জানতে পারবেন। এতে খুব সুবিধাও হবে। আর এতে যদি বুঝতে কোন অসুবিধা হয়, তাহলে আপনারা আমাদের কৃষি অফিসে যোগাযোগ করবেন। এখান থেকে সকল সুযোগ সুবিধা বুঝতে পাবেন এবং বুঝে যেতে পারবেন। কখন বৃষ্টি হবে, কখন বজ্রপাতের সম্ভাবনা আছে, জেনে নিলে বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। শষ্যও ভালো থাকবে। বিশেষ অতিথি ছিলেন, বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আমিনুর রশিদ, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) তাজুল ইসলাম, বন্দর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা মন্ডল প্রমুখ। নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর'র আয়োজনে বন্দর উপজেলা মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলার ৫ টি উপজেলার মোট ২০০ জন কৃষক, কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরন প্রকল্পের আওতায় রোভিং সেমিনার এ অংশগ্রহণ করেন।
উপদেষ্টা আওরঙ্গজেব কামাল ঢাকা প্রেসক্লাবের সভাপতি।
2022