মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
১৩ বছরের কিশোরী কে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩৮ বছরের যুবক মোঃ ইদ্রিস হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ মোঃ শামীম আজাদ ওই রায় দেন।
ওই আদালতের স্টেনো কাওসার হোসেন টিটু জানান, ২০১৫ সনের ২৫ মার্চ রাতে বরিশাল জেলার মুলাদী থানার ডিক্রিরচর গ্রামের খাদিজা আক্তার মিতু (১৬) কে বসত ঘরে ডেকে নিয়ে আসামী বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এর পরে প্রায়ই ওই কিশোরীকে ধর্ষণ করতেন আসামী। আসামী বাদীর চাচাতো ভাই এবং ঢাকায় দর্জির কাজ করেন। সেই সুবাদে বাদীর বাসায় প্রায়ই আসা যাওয়া করতেন। বাদীর কন্যা প্যাদারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেণীর ছাত্রী। ২০১৫ সনের ৩০ জুলাই মুলাদী ডিক্রিরচর নিবাসী মোঃ আবুল তালেব ওরফে সুমন বাদী হয়ে মামলা দায়ের করেন।
২০১৫ সনের ৫ সেপ্টেম্বর তদন্ত শেষে মুলাদী থানার এস আই মোঃ ফারুক হোসেন চার্জশিট দেন। আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মুলাদীর ডিক্রিরচর গ্রামের মৃত কছির উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ ইদ্রিস হাওলাদারকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর পরই আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে