ফটো সাংবাদিক অমর আলীঃ
রাজশাহী জেলার তালাইমারি থানাধীন জাহাজঘাটি এলাকায় মোঃ রাজা নামের এক রং মিস্ত্রিকে কাজের কথা বলে ডেকে ১৪/১৫ সন্ত্রাসী মেরে গুরুতর জখম করে এবং সাথে থাকা নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় গভীর ভাবে ক্ষত হয়। মোঃ রাজা রাজশাহী মেডিকেল হাসপাতালে ৮ নং ওয়ার্ডে চিকিৎসা নেয় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে এছাড়াও মাথার আঘাতে ৮ টি সেলাই দেয়া হয়েছে। এ বিষয় আহত মোঃ রাজার মা মোসাঃ তানজিলা গত ১৬/৯/২৩ তারিখে মতিহার থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি এনামুল জনি সোহান রমজান ও জয় সহ অঞ্জাত আরো ৯ জনকে আসামি করে। আহত মোঃ রাজার মা জানান আসামীরা খুবই ভয়ংকর প্রকৃতির। তারা বিভিন্ন সময় এলাকায় মারামারি সহ বিভিন্ন অপরাধ মূলক কাজের সাথে জড়িত থাকে। আসামীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য মতিহার থানার প্রতি অনুরোধ জানান।