1. clients@www.dainikbangladesh71sangbad.com : DainikBangladesh71Sangbad :
  2. frilixgroup@gmail.com : Frilix Group : Frilix Group
  3. kaziaslam1990@gmail.com : Kazi Aslam : Kazi Aslam
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জরুরী নিয়োগ চলছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে। সাংবাদিকতা সবার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেখিয়ে দিন সাহসীকতার পরিচয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাংবাদিকতার বিকল্প নেই। আপনার আশপাশের ঘটনা তুলে দরুন সবার সামনে।হয়ে উঠুন আপনিও সৎ, সাহসী সাংবাদিক। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ পোর্টাল নিয়োগ এর নিদের্শনাবলী: ১/জীবন বৃত্তান্ত ( cv) ২/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৩/সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ১কপি। ৪/সর্বনিম্ন এইচএসসি পাস/সমমান পাস হতে হবে। ৫/বিভিন্ন নেশা মুক্ত হতে হবে। ৬/নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে। ৭/স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ৮/স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হতে হবে। ৯/দ্রুত মোবাইলে টাইপ করার দক্ষতা থাকতে হবে। ১০/বিভিন্ন স্থানে ভ্রমন এর মানসিকতা থাকতে হবে। ১১/সৎ ও পরিশ্রমী হতে হবে। ১২/অভিজ্ঞতার প্রয়োজন নেই। ১৩/নারী-পুরুষ আবেদন করতে পারবেন। ১৪/রক্তের গ্রুপ যুক্ত করবেন। ১৫/স্থানীয় দের সাথে পরিচয় লাভ করতে হবে। ১৬/উপস্থিত বুদ্ধি, সঠিক বাংলা বানান, ও শুদ্ধ বাংলায় পারদর্শী হতে হবে। ১৭/ পরিশ্রমী হতে হবে যোগাযোগের জন্য ইনবক্সে মেসেজ করুন cv abuyousufm52@gmail.com দৈনিক বাংলাদেশ ৭১সংবাদ মোবাইল নং(01715038718)

ধামইরহাটে হাজারও কৃষক দিশেহারা হয়ে পড়লনে। বাংলাদেশ ৭১ সংবাদ।

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৩৪১ বার পড়া হয়েছে

নওগাঁ ধামইরহাট উপজেলা প্রতিনিধি মোঃ শামসুল আলম

কে শুনবে নওগাঁ ধামইরহাট উপজেলার হাজারো কৃষকের বুকফাটা কান্না। এবার বুরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখেছিল বরেন্দ্র অঞ্চলের চাষীরা। ধান উঠার আগেই তাদের স্বপ্ন ছিল বুরো ধান বিক্রি করে ঋণের বোঝা কমাবে। হঠাৎ কালবৈশাখীর ছোবল আর বৃষ্টির কবলে নুরে পড়েছে বুরো ধান।স্বপ্নে গুরেবালি।এখন নুয়েপড়া ধান কাটতে শ্রমিক সংকটে কৃষকরা দিশেহারা। এক বিঘা মাটির 20 মণ ধান কাটতে শ্রমিকের পেটে যাচ্ছে ১০ মন। মাড়াই করতে নিচ্ছে এক মন। থাকে নয় মন। খরচ তুলবে কেমনে সেই চিন্তায় কৃষকদের চোখে ঘুম নেই। হতাশায় কাটছে ঔইসব কৃষকদের দিন।

আবার নুয়ে পড়া অনেক জমির ধান শ্রমিকের সংকটে দেখতে পাচ্ছেন না কৃষকরা। সুযোগসন্ধানী ফরিয়া ব্যবসায়ীদের কারসাজির কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষকেরা।অপরদিকে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি। কেমনে চালাবে তাদের সংসার। এ ব্যাপারে শতাধিক কৃষক জানান। শতকের চাষের খরচ, সেচবাবদ ১৫০০ টাকা,জমি চাষ ৯০০ টাকা,ধান লাগানো ১২০০ টাকা,ইউরিয়া ৫০০ টাকা,ডিএপি ৬৫০ টাকা,এম ও পি ৪০০,জিবসাম ১০০,কুমুলাস ১৮০ টাকা।ধান কাটা ৯০০০ হাজার টাকা,৬০০টাকা দানা বিষ,৩০০টাকা টুপার নাটিভো৬১০ টাকা,ঘাস মারা বিষ ১০০ টাকা, তরল বিষ১০০,ধান মাড়াই ১০০০ টাকা, সব হিসাবের খরচ ১৪৪৩০ টাকা।

49 শতক জমির ধান হচ্ছে ২০ মণ।৯০০ টাকা হিসেবে ২০ মণ ধানের দাম আসে ১৮০০০ হাজার টাকা আর যারা বর্গা চাষ করে তাদেরকে ৭ মণ ধান দিতে হয় যার দাম ৬৩০০ টাকা।হিসেবে মোট খরচ ২০৭৩০ টাকা এতে একজন কৃষকের লোকসান দাঁড়ায় ২৭৩০ টাকা।এই বাস্তব চিত্রের হিসাব তুলে ধরেছেন শতাধিক কৃষক। কৃষকরা জানান, কামলাদের অভাব নেই। ওরা একদিন কাজ করলেই সাড়ে ৮/৯শ টাকা পায়,অভাব শুধু মধ্যবিত্ত কৃষকদের ঘড়ে।এই বাংলার মধ্যবিত্ত কৃষকেরা ঋণ আর অভাবের যন্ত্রণায় কাতর। শুধুই তারা স্বপ্ন দেখে কবে তাদের অভাব নামক যন্ত্রণাটা সুখের সন্ধানে নিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2020 DainikBangladesh71Sangbad
Theme Designed BY Kh Raad ( Frilix Group )